• Fri. Nov 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত পরিকল্পনা নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহায়তায় জেলা পরিষদের রশিদ হলে এ কর্মশালার আয়োজন করে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা মনিসর চৌধুরী, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মাঞ্জুুরুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রাকিবুজ্জামান খান। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, দপ্তর প্রধান, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। কর্মশালায় জানান হয়, পাবনায় বিগত বছরে ২৩শটি মাদক মামলায় গ্রেফতার করা হয় প্রায় ২৭শ মাদকব্যবসায়ীকে। উদ্ধার করা হয় বিপুল পরিমান মাদকদ্রব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *