• Tue. Dec 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় বৈসম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সঃ) এর অবদান’ শীর্ষক সেমিনার ও না”ত সন্ধ্যা অনুষ্ঠিত

ছবিঃ পাবনার আলো ডেস্ক

 পাবনা প্রতিনিধিঃ

পাবনায় পবিত্র সিরাতুন্নবী  (স.) উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায়  রাসুল (স.) এর অবদান’ শীর্ষক সেমিনার ও না”ত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার ৪ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় বনমালী শিল্পকলা কেন্দ্রে পাবনা সাংস্কৃতিক সাংসদ আয়োজনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল ( স.) অবদান শীর্ষক আলোচনা সভা সেমিনার অনুষ্ঠিত হয়। 

পাবনা সাংস্কৃতিক সংসদ এর সভাপতি কবি নোমান মুশাররফের সভাপতিত্বে পাবনা সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের  সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন,রাজশাহী বিশব্বিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের  প্রফেসর ডঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুসাদের ডিন ও সাবেক ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডক্টর মীর খালেদ ইকবাল  চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন সাথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ডক্টর ইদ্রিস আলম। 

সেমিনারে বক্তারা বলেন, রাসূল সা. বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।বৈষম্যহীন  সমাজ প্রতিষ্ঠায় রাসুল সা. এর বিকল্প আজও হয়নি আগামীতেও কোনদিন হবে না। তিনি সাম্যতার মাধ্যমে মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তা পৃথিবীতে আজও বিরল। সমাজে অসমতা ভরে গেছে, নানা ধরনের বৈষম্য শিকার আজ মানবতা । বর্তমানে রাসূল সা. এর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার আজ সময়ের দাবি। রাসূল সা :  নির্দেশনা অনুযায়ী সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করে যেতে হবে। সম্মিলিত চেষ্টার মাধ্যমে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা শেষে সিরাতের উপর বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সবশেষে নাতে রাসুল পরিবেশিত হয়।

সেমিনারে  নানা পেশার  মানুষ, বহু গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক সংসদের সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।

 আমন্ত্রিত  অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাবনার সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা প্রিন্সিপাল ইকবাল হোসাইন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি উপাধ্যক্ষ  আব্দুল লতিফ ও পাবনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ  রকিব উদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *