• Thu. Dec 12th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঘাইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, উপজেলার বাঘাইল গ্রামের জফির উদ্দিনের ছেলে সেলিম হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আইনুল হক ও আব্দুর রাজ্জাকের ছেলে নাসিম আহমেদ।

তাদের মধ্যে নাসিম আহমেদকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে কিছুদিন আগে পুকুর দখল নিয়ে বাঘাইল এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্ব দেখা দেয়। রোববার সন্ধ্যায় মেহেদি হাসান গ্রুপের সদস্য খোকন হোসেন ও রানা হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মী হাবিব সমর্থক সেলিমের অফিসে গিয়ে তাদের ওপর হামলা চালান। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান শহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আরও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *