• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে এক স্কুল ছাত্র হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে : ৯ দিনেও কেউ গ্রেফতার হয়নি

█ পাবনা অফিস
পাবনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে এক স্কুল ছাত্র হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ গত ৯ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি।  
পুলিশ ও আহতের পরিবার সুত্র জানায়, গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা সরকারি কলেজের ছাত্র শিশির (২০) কলেজের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। এ সময় পুর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি ও ধারোলো অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনার সেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ১৮ এপ্রিল শিশিরের পিতা মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে পাবনা থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায় পাবনা সদর থানার গয়েশপুর ইউনিয়নের জালালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শিশির গত ১৮ এপ্রিল সকাল সাড়ে কলেজের যাওয়ার পথে পাবনার নগরবাড়ী মহাসড়কের মহেন্দ্রপুর রেল লাইনের কাছে পৌঁছলা মাত্রই পূর্বে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র বাহিনী তাকে ধরে এলোপাতাড়ীভাবে ধারালো চা পাতি জিআই পাইপ ও লাঠি দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করে তাকে গুরুতর জখম করে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে পাবনা সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করে অপারেশন করে তার শরীরের প্লিহা কেটে ফেলা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
শিশিরের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে হয়ে সন্ত্রাসী জিয়া, মো. হাসিব, রেয়া রিঙ্কু ও মারুফের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, আসামীদের গ্রেফতারে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *