• Tue. Dec 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আকিব শিকদার**

পণ করেছি লড়বোইÑ
বাংলাদেশটা নতুন করে গড়বোই।

আমাদের বুক চেরা বজ্রস্ফুলিঙ্গে
জ্বালবো আলোর দীপালি
ব্যাপক ঝড়ের পদধ্বনীতে বিদীর্ণ কানন
ফুলে ফলে আমরা ভরবো ডালি।

ব্যর্থ প্রাণের মৃত্যু নয়Ñ
বুক ভরা আজ আছে প্রত্যয়।

পশ্চাদপদ যতো শ্রান্ত শরীর
ঘুরে দাঁড়াবো বলিষ্ঠ পায়
সময় এসেছে রুখে দাঁড়ানোর
ঘামে ভেজা সংগ্রামী গায়।

শেষ হবে এই দুঃখের দিনÑ
স্বপ্নবিলাসীর স্বপ্ন কভু হয় না লীন।

নীল সাগরের তীর থেকে আজ
সূর্যাস্তের রক্তিমতা লেগেছে চোখে
অসীম তৃষায় হৃদয় করে খাঁ খাঁ
স্বর্ণচাপার রৌদ্র-উজ্জ্বল মালা ঝুলাবো বুকে।

বজ্রে জাগাবো বাণীÑ
কণ্ঠ থেকে ঝেরে ফেলেছি ব্যর্থ বাসনা গøানী।

ক্রুর কৌতুক আর তামাসাবাদীর
মূল উৎপাটন করবোই
বাংলাদেশটা নতুন করে গড়তে
পণ করেছি লড়বোই।


** কাব্য গ্রš’ : কবির বিধ্বস্ত কঙ্কাল (২০১৪), দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ (২০১৫) কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণ চুম্বন (২০১৬), জ্বালাই মশাল মানবমনে (২০১৮), দৃষ্টি মেলো জন্মান্ধ চোখ (২০২৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *