স্পোর্টস ডেস্ক ॥ টেস্ট ক্রিকেটের অনেক ম্যাচেই ‘কোকাবুরা’ বল ব্যবহার করা হয়। তবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ক্রিকেটে ব্যবহার করা হয় ডিউক বল।
আসন্ন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ডিউক বল ব্যবহার করা হবে। এজন্য ডিউক বল নিয়ে বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে টোটকা দিলেন টাইগারদের পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড। স্কোয়াডে থাকা সব পেসার প্রস্তুতি ম্যাচে মাঠেথাকলেও নেই সবচেয়ে আলোচিত মুখ মুস্তাফিজুর রহমান। লম্বা সময় পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন এই বাঁ-হাতি পেসার। আর ফিরেই ৭ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ডিউক বলের সঙ্গে পরিচয় মুস্তাফিজের। টাইগার এই পেস বোলিং কোচ তাই মুস্তাফিজকে ডিউক বলের যথার্থ গ্রিপ, পজিশন এসব শিখিয়েছেন। লম্বা সময় পর লাল বল হাতে নিলেও মুস্তাফিজ ডিউক বল হাতে বেশ ভালোই করেছেন বলে মনে হয়েছে এই কোচের। এক ভিডিওবার্তায় ডোনাল্ড ডিউক বল এবং মুস্তাফিজের অনুশীলন নিয়ে বলেন, ‘কোকাবুরা থেকে এবার ডিউক বলের পালা। যে বলের সঙ্গে আমি খুব ভালোভাবেই পরিচিত। ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে ও ইংল্যান্ডে টেস্ট ম্যাচে খেলেছি এই বলে। এই বলের সিম বেশ উঁচু। অনেক কাজ করতে হবে এটিতে মানিয়ে নিতে হলে, আগেও যেমন আমরা দেখেছি। মাত্রই একটি সেশন হলো ফিজের সঙ্গে। আইপিএলের পর প্রথম বোলিং করল সে। বল নিয়ে কিছুটা ধারণা দিলাম তাকে। ডিউক বলে এটি তার প্রথম অভিজ্ঞতা। খুব সূক্ষ্ম পরিবর্তন করেছি তার গ্রিপে। তার মনে হচ্ছে, বেশ ভালোভাবে হাত থেকে বেরোচ্ছে বল। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের প্রথম দফায় বোলিং হলো। এই বলে অভ্যস্ত হতে এটা ভালোভাবে কাজ লাগবে বলেই মনে হচ্ছে।’