নাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর-কোটচাদপুর নিয়ে গঠিত ঝিনাইদহ ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজী ব্যাপক গনসংযোগ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজীর বাবা মইনুদ্দিন মিয়াজী এই আসন থেকে ১৯৭০ সালে নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম গণপরিষদ সদস্য ও ১৯৭৪ সালে সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশের সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য জনাব মইনুদ্দিন মিয়াজী ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও পেশাগত জীবনে সফলতা মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজীর বাড়তি সুবিধা পাবেন আসন্ন নির্বাচনে। স্হানীয় ভোটারের কাছে মিয়াজী পরিবার এমনিতেই যথেষ্ট পরিচিত। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজী আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে সফলতার সাথে নির্বাচনী বৈতরণী পাড় হতে পারবেন বলে স্হানীয় জনগণ মনে করেন। কৃষি, বৃক্ষরোপণ ও মৎস্যচাষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কর্মবীর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজী মহেশপুর-কোটচাদপুরের যেখানেই যাচ্ছেন, স্হানীয় ভোটারের কাছে ব্যাপক সাড়া ফেলছেন। স্হানীয় মানুষের ধারণা মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজী আওয়ামী লীগের মনোনয়ন পেলে পারিবারিক সুনাম , নিজের ব্যাক্তিগত পরিচয় ও আওয়ামীলীগের হাইকমান্ডের সাথে সরাসরি যোগাযোগ থাকায় এলাকার উন্নয়নের স্বার্থে অত্র অন্চলের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।