• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

জেল জরিমানার পরও ইম্পেল ল্যাবরেটরিজে চলছে যৌন উত্তেজক সিরাপ তৈরীর মহোৎসব

গত ৫ জুন ২২ ইং তারিখে দৈনিক পাবনার আলো পত্রিকায় প্রথম পৃষ্ঠায় হেমায়েতপুরে (কে.এস.বি) ইট ভাটার আড়ালে অবৈধ যৌন উত্তেজক কারখানা ইম্পেল ল্যাবরেটরিজ (ইউনানী) নামক শিরোনামে সংবাদটি প্রকাশ হওয়ায় প্রশাসনের নজর পড়ে এবং গত ৯/৬/২০২২ ইং তারিখে পাবনা গোয়েন্দা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ মামুন সরকারের নেতৃত্বে ৫০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজার মিরাজুল হোসেন কে ৩ মাসের কারাদন্ড দেন। গতকাল সরোজামিন গিয়ে দেখা যায় পূর্বের ন্যায় আবারো অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানার উৎপাদন চলমান, এমতাবস্থায় এলাকার সচেতন মহল যেমন বিগত দিনে জেল-জরিমানা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তেমনিভাবে প্রশাসনের প্রতি অনাস্থা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *