ডেস্ক নিউজ ॥ শুটিংয়ের প্রসার করার জন্য জার্মানি থেকে রাইফেল আমদানি করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গতকাল সোমবার (৬ জুন) প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫০টি রাইফেল দেশে এসেছে। এই রাইফেল দেশের ১৬টি ক্লাবের চাহিদা অনুযায়ী আনা হয়েছে। এর আগে কখনও এত রাইফেল দেশে আসেনি। এমনিতে শুটিং ফেডারেশন বেশ সক্রিয়। ইরানি কোচের অধীনে ধারাবাহিক প্রশিক্ষণ চলছে। এছাড়া ক্লাবগুলোর আগের চেয়ে কার্যক্রম বেশি। তাদের চাহিদা অনুযায়ীই আনা হয়েছে এই অস্ত্র। এ প্রসঙ্গে শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেছেন, ‘আগের চেয়ে শুটিংয়ের কার্যক্রম বেড়েছে। এখন অনেকেই শুটার হতে চায়। ক্লাবগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে জার্মানে তৈরি ৫০টি রাইফেল আনা হয়েছে। সামনে হয়তো আরও আনা হতে পারে।’