ডেস্ক নিউজ ॥ কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা গৃহবধূ রিনা খাতুনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তার মেয়ে জয়া খাতুন ও স্বামী আশরাফুল ইসলাম। মায়ের পর এবার মেয়ে জয়া খাতুনও মারা গেলেন। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়া খাতুনের মৃত্যু হয়। জানা যায়, শুক্রবার (১০ জুন) রাত ১০ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অবস্থায় জয়া খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানে রাত ১টার দিকে যার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একই ঘটনায় রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মেয়ে মারা যায়। স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কুমারখালী থানার ওসি কামরুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে।