সংবাদ দাতা ঃ অনন্য সমাজ কল্যাণ সংস্থার কাশিনাথপুর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক এম.এ. গফুর মোল্লা, পিতাঃ মৃত-আলহাজ্ব গণি মোল্লা, সাং-এদ্রাকপুর (তালপট্টি), পোষ্ট ঃ কাশিনাথপুর, থানা ঃ সাঁথিয়া, জেলা ঃ পাবনা কর্তৃক সংস্থার কাশিনাথপুর শাখায় শাখা ব্যবস্থাপক পদে কর্মরত থাকা অবস্থায় ১১,২৩,৮৩৫/-(এগার লক্ষ তেইশ হাজার আট শত পঁয়ত্রিশ মাত্র) টাকা আত্মসাৎ করায় জেলা পাবনার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী -০৩ নং আদালত, পাবনায় গত ২২.০৬.২০১৬ ইং তারিখ একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-সিআর ৫৪/২০১৬(সাঁথিয়া)। পরবর্তীতে মামলাটি যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে বদলী হয়ে মামলা নং- এস.সি ৯৩৬/১৭ হয়। আসামী পক্ষ বিভিন্ন অজুহাতে মামলাটি দীর্ঘায়িত করার পর আদালত কর্তৃক বাদী পক্ষের স্বাক্ষ্য প্রমান গ্রহন করে মামলার সত্যতা পাওয়ায় রায়ের দিন ধার্য করে ১৪.০৮.২০২৩ ইং তারিখ। বিজ্ঞ আদালত আসামী এম.এ গফুর মোল্লার অনুপস্থিতিতে রায় পড়ে শোনান এবং সন্দেহাতীতভাবে অর্থ আত্মসাতের প্রমান পাওয়ায় আদালত কর্তৃক এম.এ গফুর মোল্লাকে ০১ বছর সশ্রম কারাদন্ড এবং চেকে উল্লেখিত টাকা অর্থাৎ ১১,২৩,৮৩৫/-(এগার লক্ষ তেইশ হাজার আট শত পঁয়ত্রিশ মাত্র) টাকা জরিমানা করে তাহা জমা দানের জন্য নির্দেশ দেন। কিন্তু রায় ঘোষনার পর আসামী এম.এ গফুর মোল্লা পালাতক থাকায় তাকে এতদিন গ্রেফতার করা সম্ভব হয় নাই। অবশেষে পুলিশের তৎপরতায় তাকে আটক করা সম্ভব হয়েছে। তার আটকের খবরে সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন গফুর মোল্লা ধরা পড়ার পরে ভবিষ্যতে কেউ সংস্থার টাকা আত্মসাৎ করার সাহস পাবে না এবং অপরাধী যেই হোক প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করলে সেই ব্যক্তিকে অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। বর্তমানে আসামী এম.এ গফুর মোল্লা জেল হাজতে আবদ্ধ রয়েছে।
(অনন্য’র অর্থ আত্মসাৎকারী সাবেক শাখা
ব্যবস্থাপক এম.এ গফুর মোল্লা)