• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বঙ্গবন্ধু অন‚র্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন চরতারাপুর ইউনিয়ন

পাবনা প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অন‚র্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে পাবনা সদরের ১০ ইউনিয়নের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে চরতারাপুর ইউনিয়ন । গতকাল দুপুরে পাবনা সদর উপজেলা মাঠে ফাইনালে চরতারাপুর ১-০ গোলে হেমায়েতপুরকে হারিয়ে শেষ হাসি হেসেছে।
বিজয়ী লাভ করার পর চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান তাদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। এ সময় এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে হবে। খেলাধুলার অনুপস্থিতির কারণে এখন তরুণেরা অনেক ক্ষেত্রে বিপথগামী হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তির বিরূপ প্রভাবও পড়ছে আমাদের কিশোর-তরুণদের ওপর। সে জন্য এভাবে নানা ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলা চালু রাখা অত্যন্ত জরুরি।

আওয়ামী লীগ সরকার খেলাধুলাবান্ধব সরকার উলে­খ করে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা পেয়েছে। আমাদের মেয়েরা ভারতের মেয়েদের হারিয়ে দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের যুব ক্রিকেট টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার খেলাধুলাবান্ধব সরকার বিধায়।’ খেলা শুরু হওয়ার আগে দারুণ অনুশীলন হওয়াতে চাম্পিয়ন হয়েছে।

পাবনা সদরের ১০ ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়ন চাম্পিয়ন হয়েছে। আমরা খুবই গর্বিত ও আনন্দিত।

এজন্য চরতারাপুর ইউনিয়নসহ গোল্ডকাপ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *