নাশকতা মামলায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার মোঃ সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পাবনা শহরের অনন্ত বাজার থেকে আটক করা হয় বিএনপি নেতা সেলিম সরদারকে।
পুলিশ জনায়, গত ১৯ নভেম্বর পাবনায় বিএনপির হরতাল সমর্থনে মিছিলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর এবং শহরের বড় বাজার এলাকার পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মালবাহী ট্রাক ভাংচুর ও ককটেল বিস্ফোরনের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার মোঃ সেলিম রেজা। এ সময় একটি পিকআপ ভ্যানও ভাংচুর করা হয়।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন জানান, বিএনপি ঘোষিত সকল কর্মসুচিতে সেলিম সরদারের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ বিরাজমান। এক তরফা নির্বাচন অনায়াসে সম্পন্ন করতে সারাদেশে আওয়ামী সরকারের নির্দেশে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করছে। সেলিম সরদারকে বিনা ওয়ারেন্টে মিথ্যা অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলম জানান, নাশকতা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।