• Fri. Mar 14th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

পাবনার সাঁথিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিয়াম (১১) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন পিপুলিয়া গ্রামে।

এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে রোববার সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

থানায় মামলা সূত্রে জানা গেছে, তার বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার সুবাদে সাঁথিয়া পৌরসভার ওই শিশুটি দাদির কাছে থেকে পড়ালেখা করে। শুক্রবার সন্ধ্যায় শিশুটি পার্শ্ববর্তী তার আত্মীয় সোনিয়া খাতুনের কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় প্রাইভেট শিক্ষক সোনিয়া খাতুনকে নামাজ পড়তে দেখে শিশুটি উঠানে দাঁড়িয়ে ছিল। এ সুযোগে ১১ বছরের ওই কিশোর ডেকে নিয়ে চাচাতো ভাই সিরাজুল ইসলামের বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে তার দাদিকে জানায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়।

এ ঘটনায় শনিবার রাতে শিশুটির দাদি বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগ দিলে পুলিশ রোববার ভোর রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। 

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে রোববার পাবনা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *