পাবনা সংবাদদাতা:
পাবনায় বিএনপি-জামায়াতের কথিত অবরোধ, পুলিশ ও আনসার হত্যা অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
বুধবার বেলা বারোটায় জেলা আওয়ামীলীগের কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে পুনরায় কার্যালয় এসে শেষ হয়।
পরের অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়,সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন দুলাল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা শ্রমিকলীগের নেতা আলমগীর হোসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাঙা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহীনুর রহমান পলাশ, সদস্য আবদুল্লাহ আল মামুন বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিঙ্কু, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের বিশ্বাস অন্তু,সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিজানুর রহমান
পাবনা সংবাদদাতা
২২ নভেম্বর ২০২৩