মিজানুর রহমান, পাবনা
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের শিমুলচড়া ও দুর্গাপুরে দেড় কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নির্মাণ কাজের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তা পেয়ে স্থানীয়রা এসময় উচ্ছ্বাস প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল শেখ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক শওকত আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাদশা, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বকুল,জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল্লাহ ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩