• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সুজানগরের নাজিরগঞ্জ পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

২০-০৮-২০২৩

শামীম আহমেদ দৈনিক পাবনার আলোর ভ্রামমান প্রতিনিধিঃ-

আজ ২০/০৮/২০২৪ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় নাজিরগঞ্জে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
ট্রাকটি মুরগীর ও মাছের খাবার নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রাকটি নাজিরগঞ্জের নরসিংহপুরে পৌঁছা মাত্রই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকা বাসি ও পথচারীরা এগিয়ে এসে পণ্যবাহী ট্রাকের পণ্য হেফাজত করার কাজে লগে যায় এবং পণ্য খলাস করে নিরাপদ স্থানে সংরক্ষণ করেন। দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য ট্রাকটি নাজিরগঞ্জ ফেরিঘাট পার হয়ে ধাওয়াপাড়া দিয়ে বরিশাল যাবার কথা ছিল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *