• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

নবাগত জেলা প্রশাসকের সাথে পাবনা মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন

২৮-৭-২০২৩

রবিউল রনি : পাবনার নবাগত জেলা প্রশাসক মু আসাদুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন পাবনা মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন  

পাবনা মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মো. ইমরুল হাসান রন্টি সহ আরো উপস্থিত ছিলেন, ইম্পেল ল্যাবরেটরীজ ইউনানির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সোলার ল্যাব্রটোরিজ ইউনানীর চেয়ারম্যান, মোঃ রবিউল ইসলাম রবি,

 রিবার্থ ড্রাগ ইউনানী লিমিটেডের চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম, জয় ল্যাবরেটরিজের ম্যানেজিং ডিরেক্টর মো: আবদুর রহিম, ইউনিফিল ল্যাবরেটরীজের চেয়ারম্যান মো:মজিদ বিশ্বাস, কসমিকো ল্যাবরেটরির, ম্যানেজিং ডিরেক্টর সহ বিভিন্ন ফুড ও ঔষধ কোম্পানির ২৭ জন মালিকের একটি প্রতিনিধি দল। এসময় পাবনায় আগত জেলা প্রশাসকের সঙ্গে মত বিনিময় ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *