২৭-৭-২০২৩
সংবাদদাতা ঃ ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেছেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাড়ে ১৭ কোটি মানুষের
৩৪ কোটি হাতকে কাজে লাগানের জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন।
সে ক্ষেত্রে ১৭ লক্ষ নারী জনসংখ্যা বেশি। কাজেই পুরুষের চেয়ে নারীর
সংখ্যা বেশি। তাই তাদেরকে ঘর থেকে বের করে না আনা পর্যন্ত
কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে না তোলা পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্যে
পৌঁছাতে পারবো না। তিনি বলেন, হাজার বছর ধরে মহামনিষীরা
বলেগেছেন ধর্ম যার যার উৎসব সবার।
তিনি বলেন, আমাদের সংবিধানে প্রত্যেক মানুষের সমান
অধিকার, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রেয়েছে। এই
দলিল ভিত্তিক আমরা রাষ্ট্র পরিচালনা করবার জন্যে চেষ্টা করছি। সেই
ক্ষেত্রে স্বাধীনতার পরাজিত শক্তি জঙ্গিবাদিদের মাঝে মধ্যেই আমাদের
চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। তাদের উৎখাত না করা পর্যন্ত দমন
না করা পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না।
গতকাল বুধবার সন্ধায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের আশ্রম
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে
তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উন্নয়নের বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী
বাংলাদেশকে অত্যান্ত ভালোবাসের, জাতির পিতার বাংলাদেশকে
সুরক্ষা দেওয়ার জন্য তিনি কাজ করছেন। প্রধানমন্ত্রীর গৃহীত
পদক্ষেপ বাস্তবায়ন হলে ২০৪১ সালের মাঝে উন্নত দেশের কাতারে
বাংলাদেশ নোঙর করবে।
শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের সভাপতি ড. শ্রী
রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
অ্যাডভোকেট পুলক চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের সভাপতি
এবিএম ফজলুর রহমান। সাংবাদিক ড. নরেশ মধু সঞ্চালনয়ে স্বাগত
বক্তর্য দেন সৎসঙ্গের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার সাহা।
এছাড়া আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রনাখেন সংসদ সদস্য
শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া,
বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা
সুলতানা, নাদিরা ইয়াসমিন জলি, রতœা আহমেদ, সালমা
চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার
মাসুদ আলম, সাংবাদিক সুশান্ত কুমার সরকার, সৎসঙ্গ আশ্রমের
শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্ত রঞ্জন দাস প্রমুখ।