• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে জনপদ উন্নত হয় না : এমপি প্রিন্স

স্টাফ রিপোর্টার:
যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে জনপদ উন্নত হয় না। এজন্য রাস্তাঘাটের উন্নয়নে আ.লীগ সরকার এতোটা তৎপর। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে পাবনার পাটকিয়াবাড়ি মোড়ে একটি রাস্তা উদ্বোধন শেষে এসব কথা বলেন। স্থানীয়দের সাথে নিয়ে কাজের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ রাস্তা উদ্বোধন করেন তিনি। এসময় দেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এ সময় জেলা আ.লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, হেমায়েতপুর সাংগঠনিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আ: আজিজ, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম জাহান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাশেম সহ স্থানীয় আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *