অনলাইন ডেস্ক ॥ বর্তমান যুগে স্মার্টফোনের ব্যবহার বেশিরভাগ মানুষের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এমনকি স্মার্টফোন ছাড়া যেন কয়েক ঘণ্টা চলতে পারে না এমন ব্যবহারকারীদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে।
এই স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাটারি। আর এই ব্যাটারি চার্জের জন্য কতটুকু বিদ্যুৎ খরচ হয় এবং বিল কত আসে এ নিয়ে অনেকেরই ধারণা নেই। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লরেন্স বার্কলে ল্যাব এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিদিন কোনো স্মার্টফোন ৩ থেকে ৭ ওয়াটের মধ্যে চার্জিং অ্যাডপ্টার দিয়ে ২ ঘণ্টা চার্জ দেয়া হলে .০০৬ থেকে .০১৪ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে। এতে প্রতিদিন ২ ঘণ্টা করে চার্জ দিলে সারা বছরে বিদ্যুৎ খরচ হবে ২ থেকে ৫ ইউনিট। ফলে আট থাকা করে প্রতি ইউনিট দাম ধরলেও প্রতি বছর খরচ হতে পারে ১৬ থেকে ৪০ টাকা। তবে বর্তমান সময়ে স্মার্টফোনের জন্য ফাস্ট চার্জিং সিস্টেমের হয়ে থাকে। ফলে চার্জিং অ্যাডাপ্টারগুলো ২৫ থেকে ৩৩ ওয়াটের মধ্যে হয়ে থাকে। আবার কিছু সংখ্যক স্মার্টফোনের ক্ষেত্রে আরও বেশি ওয়াটের হয়ে থাকে। এতে প্রতিদিন কোনো স্মার্টফোনে ১ ঘণ্টার বেশি চার্জিং-এর প্রয়োজন হয় না। ফলে ৩০ দিন একটি স্মার্টফোন চার্জের ক্ষেত্রে ৩০ ঘণ্টা সময় লেগে থাকে। এতে মাসিক খরচ ২ থেকে ৪ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া সারা বছরে খরচ হয়ে থাকে ২৪ থেকে ৪৮ টাকা।