• Mon. Jul 7th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আসন্ন বাজেটে বাড়ছে ব্যাংক ঋণ নির্ভরতা

ডেস্ক নিউজ ॥ সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা আরও বাড়ছে। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ঘাটতি পূরণে ১ লাখ ৬,৩৩৪ কোটি টাকার ব্যাংক ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করছে সরকার। যা চলতি অর্থবছরের চেয়ে ২৯,৮৮২ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ৭৬,৪৫২ কোটি টাকা ঋণনেয়ার লক্ষ্য ঠিক করা আছে। অর্থমন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামীকাল জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮,০৬৪ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪১,৭৯৩ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৫,০৬৪ কোটি টাকা। যা মোট জিডিপির ৫.৪%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *