• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

স্কয়ার নিয়ে ভুল বার্তা

পাবনার একজন মানুষ হিসেবে পাবনার অহংকার ও গৌরবের প্রতিষ্ঠান স্কয়ার নিয়ে ভুল বার্তার জবাব দেয়া নৈতিক দায়িত্ব বলে মনে করি। স্কয়ার পাবনা সহ দেশের প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।স্কয়ারের ওষুধ বিশ্বের প্রায় ৮০ টি দেশে রপ্তানি হচ্ছে।বহু সেক্টরে স্কয়ার সুনাম ও সফলতার সাথে ব্যবসা করে আসছে।তাদের কোন মন্দ ঋন নেই।তিল তিল করে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ব্যবসা সম্প্রসারণ করেছে। তেমনি একটি প্রতিষ্ঠান স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিঃ।এই প্রতিষ্ঠানের শতাধিক গুনগতমান সম্পন্ন পণ্য বাজারে বিপনন হচ্ছে। যেমন চাষি চিনিগুড়া চাউল।এই উন্নত জাতের চাউল সাধারণত পোলাও প্রস্তুত বা রান্নায় ব্যবহার হয়।এ চাউলের ভাত কেউ খায় বলে আমার জানা নেই। আর এ চাউল দিনাজপুর অঞ্চলে উৎপাদিত হয়। মজুদের উদ্দেশ্যে নয়,ঈদের আগে চাহিদা মাথায় রেখে বাজারজাত করার লক্ষ্যে চিনিগুড়া চাউল প্রক্রিয়াজাত করা হচ্ছিল। উল্লেখ্য,স্কয়ার পোলাও এর জন্য চিনিগুড়া চাউল ছাড়া আর কোন চাউলের ব্যবসা করে না।দেশব্যাপী সরবরাহের জন্য এতো বিশাল একটি প্রতিষ্ঠানে পাঁচ হাজার মেট্রিক টন চাউল তেমন কোন বাফারস্টক নয়। একশ্রেণির মানুষ এই সামান্য বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন,কেউ কেউ পুলকিত বোধ করছেন। কিন্তু সুস্থ মাথায় ভাবছেন না অনেকে স্কয়ারের সাথে পাবনা সহ দেশের কত মানুষের রুটি রুজি জড়িত। স্কয়ার দেশের টাকা দেশেই বিনিয়োগ করে। এরা অর্থ পাচারকারী নয়,দুনম্বরি ব্যবসায়ী নয়।বরং স্বচ্ছ ভাবে হাজার হাজার কোটি টাকার ব্যবসা পরিচালনা করে বৈদেশিক মুদ্রার যোগান দিচ্ছেন।এই সহজ কথাটা কেন আমাদের মাথায় আসছে না,পোলাওয়ের চাউল কখনো চাউলের বাজারের অস্থিরতার উপলক্ষ হতে পারে না। খোঁজ করলে দেখা যাবে ৫/১০ হাজার মেট্রিক টন সাধারণ চাউল কুষ্টিয়া, নওগাঁর বহু মিলারের গুদামে রক্ষিত আছে।
কয়েকদিন আগে গাজীপুরে স্কয়ার ফার্মার কারখানায় আগুন, দিনাজপুরে চাউল জব্দ করার নাটক এগুলো কি গভীর কোন ষড়যন্ত্রের ফসল।ব্যবসায়িক প্রতিপক্ষের পাতা ফাঁদ? এ প্রশ্ন গভীরভাবে খতিয়ে দেখতে হবে।কারণ স্কয়ারের সাথে পাবনার হাজার হাজার মানুষের রুটি রুজির প্রশ্ন জড়িত।
খুব কাছ থেকে স্কয়ার গ্রুপের পরিচালক অন্জন চৌধুরী পিন্টুকে দেখেছি, তিনি অন্ততঃ ঠগ,বাটপার,নিকৃষ্ট চিন্তার মানুষ নন। পাবনার আপামর মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক। তিনি পাবনার উন্নয়নে বহু কাজ করেছেন। করোনাকালে দুই বছর যাবৎ হত দরিদ্র মানুষের পাশে অবিচল দাড়িয়ে সহায়তা দিয়েছেন। আমরা পাবনার মানুষের যে দোষ ত্রুটি থাকুক না কেন, আমরা যেন অকৃতজ্ঞ না হই। স্কয়ার পাবনার অহংকার, গর্ব ও গৌরব হিসেবে মানুষের পাশে অটুট অটল থাকুক এই কামনা করছি। মীর্জা আজাদ, নির্বাহী সম্পাদক, দৈনিক পাবনার আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *