• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৪২৬

পাবনার আলো

নাহিদুজ্জামান

গত সেপ্টেম্বর মাসে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ৮১৩ জন। সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতের মধ্যে নারী ৬১ জন ও শিশু ৫৩। এই সময়ে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪২ শতাংশ। দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২.৭৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৪ জন, অর্থাৎ ১২.৬৭ শতাংশ।

আরও বলা হয়, ৮টি নৌ দুর্ঘটনায় ১১ জন নিহত, ৪ জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছেন। ১৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

রাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনাগুলো ঘটেছে ভোরে ৫.১০%, সকালে ২৬%, দুপুরে ১৮.৬২%, বিকালে ১৪.৭৯%, সন্ধ্যায় ৬.৬৩% ও রাতে ২৮.৮২%।

অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। বেপরোয়া যানবাহন এবং পথচারীদের অসচেতনতার কারণে নিহতের ঘটনা বাড়ছে বলে উল্লেখ করা হয়।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *