• Mon. Dec 30th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সামাজিক মূল্যবোধ ধরে রাখতে হবে– ভিসি ড. হাফিজা খাতুন

রফিকুল ইসলাম সুইট : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেছেন, ১৯৭১ সালের বাংলাদেশ থেকে আজকের উন্নয়নকামী বাংলাদেশ চিন্তাই করা যায় না। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে। ডিজিটাল বাংলাদেশ শেষে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ার সম্ভাবনা রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষকদেরে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। টেকনোলজির খারাপ ব্যবহার সম্পর্কে সজাগ থাকতে হবে। তথ্য যাচাই করে প্রচার করতে হবে। বিজ্ঞান ও টেকনিকেলের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ধরে রাখতে হবে।
মঙ্গলবার বিকেলে পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গণসংযোগ অধিদপ্তরের বিষেশ কর্মসুচীর আওতায় “ তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার” নিশ্চিতের লক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মকছেদুল আলম এর সভাপতিত্বে সভায় মুল প্রবন্ধ উপাস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুর রহিম।
জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় আরো রাখেন সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম, সহকারী তথ্য কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, সেইফ এর কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার মুরসিল মাহমুদ, টিটিসির প্রশিক্ষক অমল চন্দ্র দাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *