• Mon. Dec 23rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

রুচি দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে জয় পাবনা পাইরেটস ও সপ্নের সিড়ি

২৫-৭-২০২৩

বার্তা সংস্থা পিপ (পাবনা) : রুচি দ্বিতীয় বিভাগ ফুটবললীগ ২০২৩, গ্রুপ
পর্বের ৮ম দিনে ২ট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহীদ এ্যাডভোকেট
আমিন উদ্দিন ষ্টেডিয়ামে দুপুর ২-৩০মি: প্রতিযোগিতায় সুনিল ফুটবল
ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে সহজ জয় পেল পাবনা পাইরেটস এফসি দল।
পাইরেটস এর পক্ষে ১ম গোল করে রকি, ২য় গোল আশরাফুল এবং ৩য় গোলটি করে
মনি। বিকেল ৪টায় খেলাটি মোস্তাক স্মৃতি সংঘ বরাটকে ১-০ গোলে পরাজিত
করে জয় পেয়েছে সপ্নের সিড়ি যুব সংঘ ক্যালিকো।
আজ মঙ্গলবার গ্রুপ পর্বের ৯ম দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২-৩০মি: এই
খেলায় প্রতিদ্বন্দিতা করবে সৌখিন ফুটবল একাডেমী বনাম ব্রার্দাস ইউনিয়ন
এবং বিকেল ৪টায় প্রতিযেগিতায় অংশ নেবে মানিক কাজী স্মৃতি ফুটবল
একাডেমী বনাম জব্বার স্পোটিং ক্লাব।
পাবনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থপনায় ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর
পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় এ ফুটবল লীগে ৮টি গ্রুপে জেলার ২৯টি ক্লাবের
অংশ গ্রহনে মোট ৫৪টি খেলা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *