আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) ওই বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলি করেন। খবর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হামলাকারী যুবকের বয়স ২৩ বছর। হামলা চালিয়ে একটি গাড´িতে করে পালানোর চেষ্টা করছিল সে। এসময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সাথে বন্দুকযুদ্ধে সে আহত হয়। পরে তাকে হেফাজতে নেয়া হয়। অবশ্য অভিযুক্ত ওই যুবকের নাম জানাননি পুলিশ। এছাড়া সন্দেহভাজন হামলাকারী ওই যুবক ও নিরাপত্তা কর্মী উভয়েই বন্দুকের গুলিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদের স্থানীয´ হাসপাতালে নেওয়া হয়। তবে এই হামলার পেছনের উদ্দেশ্যে এখনো জানা যায়নি।