আন্তর্জাতিক ডেস্ক ॥ আসামসহ ভারতের উত্তর-পূর্বের একাধিক রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ফলে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে বন্যায় এখন পর্যন্ত ১৩১ মারা গেছে। গতকাল সোমবার (২০ জুন) শুধুমাত্র আসামেই ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল আসাম ও মেঘালয়ের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবে। আসাম বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের দৈনিক বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। কাছাড় জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বরপেটায়। বাজালি, কামরূপ, করিমগঞ্জ, উদলগুড়িতে একজন করে মৃত্যুর খবর মিলেছে। ডিব্রুগড়ে চারজন নিখোঁজ হয়েছেন। কাছাড়, হোজাই, তমুলপুর, উদলগুড়িতে একজন করে নিখোঁজ। আসামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০। রাজ্যের ৩০ জেলায় অন্তত ৪২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা, বক্সা, গোয়ালপাড়া আর কামরূপে। এদিকে মেঘালয়েও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তা নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কনরাডের সঙ্গেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।