• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল’র ২৪তম শাহাদত বার্ষিকী পালন

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ
সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল এর ২৪ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
পাবনা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. মতিয়ার রহমান হীরার উদ্যোগে কোরআন
তেলোয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাদ আছর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক
খবর বাংলার সম্পাদক আব্দুস সালাম, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, পাবনা জেলা ছাত্রদল এর
সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন তুহিনসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি পাবনা-৫
(পাবনা সদর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ থেকে একবার (১৯৮৬ সালে) এবং বিএনপির
হয়ে দুইবার (ফেব্রæয়ারি ১৯৯৬ ও জুন ১৯৯৬) সংসদ সদস্য নির্বাচিত হন।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পাবনায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও
মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান ছিলেন।
তিনি ১৯৭১ সালের ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা
উত্তোলন করেন।
রফিকুল ইসলাম বকুল ১০ নভেম্বর ২০০০ সালে সিরাজগঞ্জের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায়
মৃত্যুবরণ করেন। তার স্মরণে পাবনায় তার নামে ‘স্বাধীনতা চত্বর’ স্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *