০২-০৮-২০২৩
রফিকুল ইসলাম সুইট : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য আব্দুর রহমান
বলেছেন, বিএনপি আন্দোলনের নামে অরাজকতা, ভাংচুর, অগ্নিসংযোগ করছে।
নেতৃত্ব শুন্য দেউলিয়া ফানুস এই দলটি অন্ধকার গলির পথ দিয়ে ক্ষমতায় আসার নীল নকশা
করছে। তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। নির্বাচন হবে নির্বাচন
কমিশনের অধীনে অবাধ ও নিরপেক্ষ ভাবে। অবাধ সুষ্ট নির্বাচনে বাংলার মানুষ আবারও
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যান্ডেড দিয়ে ক্ষমতায় নিয়ে এসে
প্রধানমন্ত্রী করবেন এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে
মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন,ভু রাজনীতিতে শেখ হাসিনা কোন পক্ষের নয়। সকল শক্তির সাথেই
বন্ধুত্ব। প্রধানমন্ত্রী তথ্য উপাত্ত বিশ্লেষন করে আওয়ামী লীগের পার্থী বাছাই করবেন
এবং মনোনয়ন দেবেন। আমাদের ঘর আমাদের সামলাতে হবে। সবাইকে আগামী
নির্বাচনের জন্য কাজ করতে হবে।
এ সময় পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক
গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর
রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ
হোসেন, সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুজ্জামান, সুজানগর পৌর মেয়র
রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার প্রমূখ
উপস্থিত ছিলেন।