• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘পাবনা সাংবাদিক ফোরামে’র ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী

মনছুর আলম: পাবনা সাংবাদিক ফোরামে’র ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল রবিবার অনুষ্ঠিত হলো পাবনা প্রেসক্লাব মিলনায়তনে। এ উপলক্ষে আলোচনা, কবিতা পাঠ, কেক কাটা, ব্যাচ পরানো, গুণীজন সম্মাননা, পদক বিতরণ করা হয়। 

আলোচনায় সভায় পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক নবী নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবে সভাপতি এবিএম ফজলুর রহমান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশা সাহসীদের জন্য। আর এজন্যই সংগঠন বা সংগঠিত শক্তির প্রয়োজন। পাবনা সাংবাদিক ফোরাম নবীন প্রবীণ সাংবাদিকদের এক প্লাটফর্মে এনে এগিয়ে যাচ্ছে এজন্য আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জীবন কথা সম্পাদক অধ্যাপক এএসএম আবদুল্লাহ, এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের জিএম রোটারিয়ান মো. জালাল উদ্দীন, বাংলাদেশ কাভার্ট ভ্যান ট্রাক মালিক এসোসিয়েশনের সহ-সম্পাদক মোজাম্মেল হক কবির, পাবনা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ বাবলা। 

আরও বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের জেল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল , দৈনিক ইতিহাস পত্রিকার সম্পাদক আবু হাসনাত মোঃ আইয়ুব , সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী। পাবনা সাংবাদিক ফোরামে’র সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান খান,  সহ সভাপতি আলাউদ্দিন বিন কাশেম, সহ সভাপতি শফিক ইসলাম , সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক ড. মনছুর আলম, অর্থ সচিব রেহেনা পারভিন, কল্যাণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রচার সম্পাদক হুমায়ুন রাশেদ, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন, সদস্য মোঃ পলাশ হোসেন, সদস্য আবদুল্লাহ আল মমিন, দৈনিক আনন্দবাজার জেলা প্রতিনিধি শিশির ইসলাম, দেশের পত্র জেলা প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ। কবিতা পাঠ করে কবি জেবুন্নেছা ববিন , কবি আজিজা পারভীন , কবি মধুসূদন মজুমদার , কবি উত্তম দাস, কবি মহসিন আলী, কবি শামীমা আক্তার প্রমুখ। 

 পাবনা সাংবাদিক ফোরাম পদক-২০২৪ পেলেন পাবনার বিশিষ্ট নদীও পরিবেশ গবেষক ড. মো. মনছুর আলম। গুণীজন সম্মেলনা পেলেন চিকিৎসা ও সমাজসেবায় রোটারিয়ান মো. জালাল উদ্দীন এবং সাহিত্যে কবি আমিনুর রহমান খান। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। কুরআন তেলওয়াত করবেন দপ্তর সম্পাদক মাওলানা  আব্দুল আজিজ হুমায়ুন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পাবনার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *