• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা র‌্যাবের অভিযানে ২২৭ পিস ইয়াবাসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

এরই ধারাবাহিতায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের আভিযানিক দল  অদ্য ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৬.৫৫ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২৭ পিস ইয়াবাসহ মোঃ জসিম বিশ্বাস (২০), পিতা-মোঃ খলিল বিশ্বাস, সাং-চর ভবানীপুর, থানা-সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে  পাবনা জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *