• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা র‍্যাবের অভিযানে ডাক বাবু হত্যা মামলার আসামী গ্রেফতার।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

২। গত ০৮-০৬-২৪ খ্রিঃ, সময় অনুমান ২০.০০ ঘটিকার সময় ভিকটিম বাবু শেখ @ ডাক বাবু (৪৫), পিতা-মৃত আজাহার শেখ, সাং-মনোহরপুর, থানা ও জেলা-পাবনা তার নিজ বাড়ি হইতে অনুমান ৫০০ মিটার দূরে পাবনা জেলার পাবনা সদর থানাধীন ভাড়ারা ইউনিয়নস্থ নলদহ নতুনপাড়া সাকিনসস্থ জনৈক জামাল শেখ(৪০),পিতা-মৃত অসীম শেখ এর

চায়ের দোকানে চা খেতে গেলে ঐ দিন সময় অনুমান ২০৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামীরা অতর্কিত এসে ভিকটিমকে টার্গেট করে গুলি ছুঁড়তে থাকে। গুলিতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে নিহতের পরিবারের লোকজন পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

৩। এরই ধারাবাহিকতায় জনাব মোঃ মারুফ হোসেন, বিপিএম, পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে র‍্যাবের আভিযানিক দল অদ্য ৩০ আগস্ট, ২০২৪ তারিখ ১৩.২০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামী মোঃ সাদ্দাম প্রামানিক (৩৬), পিতা-আসলাম প্রামানিক, সাং-কৃষ্ণপুর, ইউনিয়ন-গয়েশপুর থানা-পাবনা সদর, জেলা-পাবনা, পাবনাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

৪। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিত/–
মোঃ মনোয়ার হোসেন চৌধুরী
সহকারী পুলিশ সুপার
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *