র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৭/০৩/২০২৪ তারিখ রাত্রী ০১.৫০ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং, ঢাকা এর বিশেষ গোপন তথ্যের ভিত্তিতে ‘পাবনা জেলার আটঘরিয়া থানাধীন পৌরসভাস্থ খাদ্যগুদাম এর পাশে কাঁচা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-১৩, তারিখঃ ২২/০৩/২০২৪, ধারাঃ ৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ মূলের এজাহারনামীয় ০৩ নং পলাতক আসামী মোঃ সোহান (২১), পিতা-মোঃ আবু বক্কর, সাং-গন্ডগোহানী, ০৪ নং পলাতক আসামী মোঃ সাব্বির হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুস সবুর ওরফে বাবু, সাং-কাঠালবাড়ীয়া, উভয় থানা-পুঠিয়া, জেলা রাজশাহী এবং তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ আব্দুল কাদের কাজল (৪৩), পিতা-মৃত কাইয়ুম উদ্দিন, সাং-পীরগাছা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রাজশাহী জেলার পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।