• Fri. Nov 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় গোয়েন্দা পুলিশের ভেজাল বিরোধী অভিযান

সংবাদদাতা ॥ পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল দুপুর ১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটেরে নেতৃত্বে পাবনা সদর থানাধীন গোলাপবাগ শালগাড়িয়ায় মৃত ফয়েজ উদ্দিন এর ছেলে মোঃ আসাদুজ্জামান ওরফে মাসুম, এর বসত বাড়িতে লিয়ন কসমেটিক্স পাবনা নামক কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস পন্য উদ্ধার ও ধ্বংস করা হয়। আটককৃত নকল প্রসাধনী সামগ্রীর মধ্যে রয়েছে ক্রিম হোয়াইট বিউটি ক্রিম, তুর্কি স্কীন হোয়াইট বিউটি ক্রিম, ৪শ প্লাস হোয়াইটিনিং ক্রিম, স্কিন কেয়ার হোয়াইট ক্রিম, ফাইজা বিউটি ক্রিম, লাবিবা হোয়াইটিনিং ক্রিম, গোল্ডেন গাল্ড হোয়াইটিনিং, ডারমা প্লাস হোয়াইটিনিং বডি লোশন, ডি আর দেবী হোয়াইটিনিং ক্রিম, রজনী গন্ধা পারফিইম।
এসময় এসকল নকল প্রসাধনী সামগ্রী তৈরী ও বাজারজাতের অপরাধে কারখানা মালিক আসাদুজ্জামান ওরফে মাসুম (৫৮) কে ভ্রাম্যমান আদালত তিন মাসের বিনাশ্রম কারদন্ড ও ৫০০০০ (পঞ্চশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীকে পাবনা জেলা কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *