• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দক্ষ বিশেষজ্ঞ ডাক্তার তৈরীতে বগুড়ায় ভারতের ডাক্তারদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত

আব্দুল খালেক পিভিএম ॥ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস মেডিকেল কলেজের উদ্দোগে দেশে দক্ষ বিশেষজ্ঞ ডাক্তারদের ঘাটতি পূরণে দেশী-বিদেশী খ্যাতি সম্পূর্ণ ডাক্তারদের জ্ঞান ও দক্ষতা বিনিময়ের উদ্যোগ হিসাবে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ সমূহের ডাক্তারদের অংশগ্রহণে হোটেল মমইনে ৮/৬/২২ তারিখ সেমিনার অনুষ্ঠিত হয়।
চিকিৎসা গ্রহণে দেশের রুগীদের বিদেশ গিয়ে চিকিৎসা গ্রহণের আগ্রহ কমাতে এবং আস্থাপূর্ণ সেবা প্রদানে টেকনিক্যাল জ্ঞান আদান-প্রদান, অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে এ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা.এ.জেড.এম মোস্তাক হোসাইন। সেমিনারে কি-নোট স্প্রিকার হিসেবে জুম প্রোগ্রামে ভিডিও’র মাধ্যমে বক্তব্য তুলে ধরেন ভারতের দিল্লীর এআইআইএমএস এর সাবেক পরিচালক প্রফেসর ডা.এম.সি মিশ্রা,ভারতের দিল্লীর এআইআইএমএস এর সাবেক সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা.অনুরাগ শ্রীবাস্তভ,ভারতের ভেলোর সিএমসি এর এন্ডোক্রাইন সার্জারি বিভাগের প্রফেসর ডা.দীপক টি.আব্রাহাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি প্রফেসর ডা.মোস্তফা আলম নান্নু, টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।
টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আফজাল হোসেন, ইউকে,ওয়েলস এর রেক্সহাম মেলর হাসপাতালের অবস্ এন্ড গাইনি বিষেশজ্ঞ ডা.খাদিজা নাজনিন,বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল এবং টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা.মোঃ মতিউর রহমান প্রমুখ। উল্লেখ্য গতকাল সন্ধ্যায় মমইন হোটেলে উক্ত আমন্ত্রিত অথিতি ও টিএমএসএস’র উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে পরামর্শকমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সেমিনার বহু ডাক্তারগন, গন্যমান্য ব্যক্তি বর্গ, এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *