• Sun. Jan 5th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হলেন পাবনার কৃতিসন্তান আব্দুল জলিল স্বপন

পাবনা প্রতিনিধি 

গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের  সদস্য হয়েছেন  পাবনার কৃতিসন্তান আব্দুল জলিল স্বপন।

গতকাল বুধবার (১ লা জানুয়ারি ২০২৫ ) গণ অধিকার পরিষদের   সভাপতি নূরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান  স্বাক্ষরিত প্যাডে কেন্দ্রীয় নির্বাহী পরিষদে তার (স্বপন) নাম অন্তর্ভূক্ত  করা হয়।

 সদ্য সদস্য পদ প্রাপ্তির পর আব্দুল জলিল স্বপন মুঠো ফোনে সাংবাদিককে বলেন,  দলের  সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উর্ধ্বতন নেতৃবৃন্দ আমাকে যে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য পদ দিয়েছে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এজন্য দলের  যা যা কর্মকাণ্ড আছে সেটা অবশ্যই পালন করবো। তাছাড়া  দেশের উন্নয়নের জন্য যা করতে হবে দলের সাথে একাত্বতা প্রকাশ করে তা করবো।

আব্দুল জলিল স্বপন পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের মৌদ এলাকার কৃতিসন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *