• Mon. Dec 30th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ঈশ্বরদী রাইস মিলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সংবাদদাতা ॥ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তেরর মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ও পরামর্শে পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জহিরুল ইসলামের নেতৃত্বে পাবনার ঈশ্বরদী উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে দাশুড়িয়া এলাকায় অবস্থিত রোজ অটো রাইস মিল ও মল্লিক অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা করে মোট ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়। উক্ত প্রতিষ্ঠান দুটি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ¯েপশাল মিনিকেট নামে ব্রি ২৮-২৯ চাল প্যাকেট করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো। এ অভিযান পরিচালনা করতে সহায়তা প্রদান করেন ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *