পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী দীঘা,গড়গড়ি, রহিমপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির প্রচেষ্টায় পাল্টে গেল ঈদগাহ নামাজের মাঠ।
একটু বৃষ্টি হলেই মাঠটি ঈদের নামাজ অনুপোযোগী হয়ে পরতো। জেলা প্রশাসক, ঈশ্বরদী নির্বাহী কর্মকর্তা ও নতুন ঈদগাহ কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন (ডাকু) সাধারণ সামসুল প্রমানিক এবং আল আমিন হোসেন ( বাধন) তিন গ্রামের মুসুল্লিদের প্রচেষ্টায় ঈদগাহ মাঠ পাকা করণ ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করা হচ্ছে।
এই ঈদগাহ মাঠে দীঘা, গড়গড়ি, রহিমপুরে তিন গ্রামের প্রায় ৪ হাজার মুসুল্লিগণ নামাজ আদাই করেন।
সাধারণ মুসুল্লিরা বলেন একটু বৃষ্টি হলেই এই ঈদগাহ মাঠে নামাজ পড়া অনুপযোগী হয়ে পড়তো। এখন মাঠ পাঁকা হওয়ায় স্বাচ্ছন্দে উৎসবমুখর পরিবেশে নামাজ আদায় করতে পারবে।
এসময় সাধারণ মানুষ ঈদগাহ কমিটির ও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ধন্যবাদ জ্ঞাপন করেন।