• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ইসরাইলে বিশ্বের প্রাচীনতম মসজিদের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক ॥ বিশ্বের প্রাচীনতম একটি মসজিদের সন্ধান পেয়েছেন ইসরাইলি প্রতœতাত্ত্বিকরা। রাহাতের নাকাব মরু শহরে মসজিদটির অবস্থান। ইসরাইল অ্যান্টিকুইটিস অথোরিট (আইএএ) বলেছে, এই অঞ্চলের খ্রিস্টধর্ম থেকে ইসলামে পরিবর্তনের ওপর এই আবিষ্কার গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। মসজিদটি ১২শ’ বছরের পুরনো বলে জানিয়েছেন ইসরাইলের স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরাইল। তবে এখন কেবল সামান্য কিছু অংশ রয়েছে। রাহাতে নতুন একটি এলাকা নির্মাণের সময় এর সন্ধান পাওয়া যায়। আইএএ জানায়, মসজিদটির অবশিষ্ট অংশ দেখে বোঝা যাচ্ছে, এটি মক্কার দিকে মুখ করা একটি বর্গাকার কক্ষ। এর দক্ষিণ দিকের দেয়ালে অর্ধ বৃত্তাকার কুলুঙ্গি রয়েছে। এতে বোঝা যাচ্ছে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। নিশ্চিত মসজিদের পাশে একটি বিলাসবহুল ভবনও আবিষ্কৃত হয়েছে। এতে থাকা মূল্যবান বাসন-কোসন ও কাচের সামগ্রীতে বোঝা যাচ্ছে, এখানকার অধিবাসীরা কত সম্পদশালী ছিলেন। এখানেও একটি মসজিদ ছিল। এটি সপ্তম থেকে অষ্টম শতকের হতে পারে। আইএএ জানায়, এই আবিষ্কার নতুন ধর্মটি নেগেভ এলাকায় প্রচারের সময়কার অবস্থা জানা যাবে। তাছাড়া এই এলাকার ওই সময়েল সংস্কৃতি বুঝতেও সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *