আন্তর্জাতিক ডেস্ক ॥ সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা বেড়ে চলেছে। গত কয়েকদিন ধরে এতটা নাজুক পরিস্থিতে যে দেশটির জনগণ হমলার প্রতিবাদ ও অস্ত্র আইন কঠোর করার দাবীতে লাখ লাখ মানুষ বিক্ষোভ করছে। সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশটির বহু মানুষ। তাই তো এবার অস্ত্র আইন কঠোর করার সময় এসেছে। সেই দাবিতেই স্থানীয় সময় শনিবার (১১ জুন) ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন লাখো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, আর দেরি নয়, এখনই আইনটি বাস্তবায়নের সময়। এদিকে রাজপথের আন্দোলনকে সমর্থন জানিয়ে কংগ্রেসকে বন্দুক সুরক্ষা আইন পাসের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।