• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

স্বতন্ত্র প্রার্থী সুলতান চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা ॥ পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ। বেসরকারিভাবে পাওয়া ফলাফল ঘোড়া মার্কা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৬৯৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আলহাজ¦ আবু সাঈদ খান পেয়েছেন ১১৩৩৭ ভোট।
ইউনিয়নের ১৬ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩৮২৫৭ জন, এর মধ্যে নারী ভোটার ১৮২৯৩ এবং পুরুষ ১৯৯৬৪ জন। গতকাল সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। ভোট কেন্দ্র খোলার আগে থেকেই ভোটাররা আসতে থাকেন কেন্দ্রে। বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হতে থাকে ভোটারদের লাইন। নির্বিঘেœ ভোট কেন্দ্রে আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা। ভোটকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এ ইউনিয়নে বিগত প্রায় ২৫ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন আলহাজ আবু সাঈদ খান।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় নৌকার প্রার্থী আবু সাঈদের সমর্থকদের সাথে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম (৩৫) নিহত হওয়ায় ওই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে গত ২৮ এপ্রিল নির্বাচন কমিশন থেকে ১৫ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফশীল ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *