• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সীমা এখন বিন্দু মাসি


পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দেবত্ব রামচন্দ্রপুর কুন্ডপুর শ্রীকান্তপুর সহ বিভিন্ন এলাকায় সিমা খাতুন ও তার মা শামেলা খাতুন
দুজনে মিলে এলাকায় মাদকের রাজত্ব কায়েম করছে সিমা খাতুন নাম পরিবর্তন করে বিন্দু মাসে নামে পরিচিত হয়েছে বিভিন্ন সময় সীমার নামে মাদকদ্রব্য বিক্রির সংবাদ প্রকাশ হলে সে এখন এলাকায় বিন্দু মাসি, বিন্দু মাসের মাদকের ছোবলে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে, এলাকাবাসী জানান এভাবে চলতে থাকলে এলাকার যুব সমাজ পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *