• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বাছাইপর্বে জামালদের করুণ পরাজয়

স্পোর্টস ডেস্ক ॥ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় বাহারাইনের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছেন জামাল ভূঁইয়া বাহিনী। মালয়েশিয়ায় প্রথমার্ধেই ২ গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেই গোল আর শোধ দিতে পারেনি হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। বুকিত জলিল স্টেডিয়ামে খেলার ৩৪ মিনিটে পাওয়া কর্ণার থেকে বাহারাইনকে এগিয়ে দেন আলি হারাম। এর ৮ মিনিট পর আবারও বাহারাইনের হয়ে গোল করেন কামিল আল আসওয়াদ। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও বাহারাইনের জালে বল জড়াতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের স্ট্রাইকাররা। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *