২৬-৭-২০২৩
পাবনা প্রতিনিধি : “ নিরাপদ মাছে ভরব দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশ” এই
প্রতিপাদ্যে পাবনায় শুরু হয়েছে জাতীয় মৎস সপ্তাহ ২০২৩। জেলা মৎস অফিসের
আয়োজনে এ উপলক্ষে রোববার সকালে পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে র্যালী
বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এরপর জেলা পরিষদের রশিদ হলে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিতে এবং মৎস অফিসের সহকারী
পরিচালক ওমর আলীর এর সঞ্চালনায় এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন- জেলা
পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ
সুপার জিয়াউর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস
প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল
আলম, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিআরটিএর এডি আব্দুল
হালিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস, মহিলা ভাইস
চেয়ারম্যান শামসুন নাহার রেখা, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রুমন,
চরতারপুর ইউপি চেয়াম্যান সিদ্দিকুর রহমান খান, মৎস চাষী আলতাব হোসেন,
মোস্তাফিজুর রহমান মিলন প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। আমরা অনেক
এগিয়েছি আরো আগাতে হবে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়
বাস্তবায়িত হয়েছে। মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। জীবন মানের
উন্নয়ন হয়েছে। মাছের কারণে দেশের মানুষের কর্মসংস্থান, পুষ্টিগুন, ও
অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মাছের নিরাপদ ও সংরক্ষনের ব্যাপারে আমাদের
সচেতন হতে হবে।