মিজানুর রহমান, পাবনা
নির্বাচন যতোই ঘনিয়ে আসছে পাবনায় প্রার্থীদের প্রচার প্রচারণা জনসংযোগে নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠছে। প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটের পাল্লা ভারি করতে হাটেবাজারে পথপ্রান্তরে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে পাবনা -৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স নির্বাচনী জনসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।
এ দিন সকালে তিনি রাঘবপুর , আরিফপুর ও দোহারপাড়ায় জনসংযোগ চালিয়েছেন। তিনি কর্মীসমর্থকদের নিয়ে ঐসব এলাকার বিভিন্ন অলিতেগলিতে লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট চান। সকলকে উদ্বুদ্ধ করেন ভোটকেন্দ্রে যেতে।