• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সমাজে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায় রাসূল( সা:) জীবনাদর্শের বিকল্প নাই -আবু তালেব মন্ডল

পাবনা সংবাদদাতা:  বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেটর সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, সমাজে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায় রাসূল ( সা:) জীবনাদর্শের বিকল্প নাই। তিনি গতকাল বুধবার (২০ নভেম্বর)  পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী সা:  মাহফিলের আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে কথা বলেন।  তিনি বলেন সামাজিক বিশৃঙ্খলার মূল কারণ বর্তমান সমাজে  রাসূল সা:  এর জীবনাদর্শ  প্রতিষ্ঠিত  নাই। তিনি আরো বলেন, রাসূল সা: এর জীবনাদর্শ সমাজে  প্রতিষ্ঠিত করতে হলে কোরআন -হাদিসের পাশাপাশি অন্যান্য  জ্ঞানে গুণান্বিত হয়ে নিজেদেরকে দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। 

কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক এর সভাপতিত্বে ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শরীফ সুমনের  এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা ইসলামিয়া ফাজিল  মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, দারুল আমান ট্রাস্টের সেক্রেটারি নেসার আহমেদ নান্নু, কলেজের উপাধ্যক্ষ  মেহেদী হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা পৌর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রকিব উদ্দিন,দারুল আমান  ট্রাস্টের কোষাধাক্ষ আবু হানিফ  প্রমূখ। 

প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন  জীবন পরিচালনার সকল ক্ষেত্রে রাসুলের আদর্শ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী। এক্ষেত্রে ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, গুরুজনকে মান্য করা শিক্ষার্থীদের জন্য অপরিহার্য কাজ। তিনি আরো বলেন, রাসূল আদর্শ ব্যক্তি পর্যায়ের  বাস্তবায়ন করলে  তবেই জাতীয় পর্যায়ে রাসুলের জীবনাদর্শ বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, রাসূলের জীবনাদর্শের মাধ্যমে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বর্তমান সময়ের  দাবি। ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

Oplus_131072

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *