• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বদলে যাচ্ছে পাবনার জোতগৌরী জালালপুর গ্রামদেশের ১১ বাছাইকৃত গ্রাম হচ্ছে স্মার্ট/সমৃদ্ধ

পাবনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা, ০৬ সেপ্টেম্বর
স্মার্ট আনসার, স্মার্ট/সমৃদ্ধ গ্রাম কর্মসুচির আওতাভুক্ত হয়ে বদলে যাচ্ছে পাবনার
গয়েশপুর ইউনিয়নের জোতগৌরী জালালপুর গ্রাম। বর্তমান সরকারের ‘আমার গ্রাম
আমার শহর’ গড়ার অঙ্গীকারের অংশ হিসেবে সারাদেশের ১১টি বাছাইকৃত গ্রামের
মধ্যে জোতগৌরী জালালপুর গ্রাম নির্বাচিত হয়। এই কর্মসুচি বাস্তবায়নের
প্রাথমিক উদ্যোগ হিসেবে বুধবার দুপুরে গয়েশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনরিাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুল মতিন। সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পরিচালক(আনসার প্রশিক্ষণ) মো. দেওয়ান
মাতলুবুর রহমান, পাবনা জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদ, পাবনা সদর উপজেলা
চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান
মো. মোতাহার হোসেন মুতাই। অনুষ্ঠানে গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,
রাজনীতিক, ব্যবসায়ী, কৃষকসহ সর্বস্তরের গ্রামবাসী অংশ নেন। সংশ্লিষ্ট সুত্র
জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ‘আমার গ্রাম,
আমার শহর’। এই অঙ্গীকার সফল করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের
তত্ত্বাবধানে ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক প্রাথমিকভাবে
দেশের ১১টি গ্রাম নির্বাচন করা হয়। একইসঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
রিসোর্স ব্যবহার করে প্রশিক্ষণের মাধ্যমে বেকারমুক্ত, নিরাপদ স্মার্ট মডেল গ্রাম
হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। আর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
এটিকে ‘স্মার্ট আনসার, স্মার্ট/সমৃদ্ধ গ্রাম’ কর্মসুচির মাধ্যমে এটিকে
বাস্তবায়ন করছে।এই লক্ষ্যকে সামনে রেখে পাবনার জোতগৌরি জালালপুর গ্রামে শুরু
হয়েছে প্রাথমিক কর্মকান্ড। এদিকে এই স্মার্ট/সমৃদ্ধ গ্রাম কর্মসুচির তালিকাভুক্ত
হওয়ায় গ্রামবাসীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।ইউপি চেয়্ধাসঢ়;রম্যান মোতাহার
হোসেন মুতাই বলেন, আমরা সরকারের এই কর্মসুচির মাধ্যমে একটি স্মার্ট ও আদর্শ
গ্রাম গড়ার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনসার ও
ভিডিপির পাবনার সার্কেল অ্যাডজুটেন্ট আসিফ ইকবাল, সদর উপজেলা কর্মকর্তা
ওবায়দুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরণ :
গণসংযোগ শাখা

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়
পাবনা।
০৬ সেপ্টেম্বর ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *