• Mon. Dec 30th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা-৫ সদর আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স এর  গনসংযোগ

পাবনা-৫ সদর আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স নির্বাচনী প্রচারণা হিসেবে গনসংযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা পৌর ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর ,বেলতলা, রামচন্দ্রপুর, ঘোষপাড়া কফিলুদ্দীন পাড়া সহ বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। এ ছাড়াও তিনি পথচারীর কাছ থেকে ভোট চান। এ সময় তিনি জনগণকে উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে  দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা নিজ এলাকায় ভোট চাওয়ার মধ্য দিয়ে  শুরু করেন।

মিজানুর রহমান

পাবনা সংবাদদাতা

২১ ডিসেম্বর ২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *