• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা র‌্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার।

১।        র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

২।        এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ০২/০৯/২০২৩ তারিখ ১২.৫০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে Ôপাবনা জেলার পাবনা সদর থানাধীন চর ঘোষপুর সাকিনস্থ জনৈক মোঃ শফিকুল ইসলাম (৪৫পিতা– মোঃ ইজিবর মন্ডল এর বাড়ির সামনে পাকা রাস্তার পাশ হইতে’ অভিযান পরিচালনা করে জিআর নং-২৮৩/১৩ (ঈশ^রদী), এস/সি নং-৫৮৭/১৩, স্মারক নং-৪৯, তারিখ ২১/০৪/২২; ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক) মূলের বিজ্ঞ আদালতের রায়ে ‘২ বৎসরের সশ্রম কারাদন্ড এবং ,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৩ (তিনমাসের বিনাশ্রম কারাদন্ড’ সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী’কে গ্রেফতার করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ আহমদ উল্লা রুমি (৪৮), পিতা-মৃত সামছুল ইসলাম, সাং-চক পৈলানপুর (নয়নামতি), থানা-পাবনা, জেলা-পাবনা।

৪। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিত/–

মোঃ তৌহিদুল মবিন খান

স্কোয়াড্রন লীডার

কোম্পানি কমান্ডার

র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *